অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে ঃবরিশালের আগৈলঝাড়ায় বোমা তৈরী করতে গিয়ে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের সাবেক ইউপি সদস্য বিএনপি সমর্থক তরু হালদারের ছেলে মোহনকাঠী আদর্শ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আশীস হালদার শনিবার সন্ধ্যাায় পাশের বাড়ির একটি পাকা ভবনে বোমা তৈরী করার সময় তার দু’হাত ও মূখমন্ডল ঝলছে গিয়ে গুরুতর আহত হয়। মূমূর্ষ অবস্থায় আশীসকে প্রথমে মোটরসাইকেল দূর্ঘটনার কথা বলে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে অবস্থা বেগতিক দেখে বরিশালের একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এঘটনায় পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।