অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনকভাবে ২৪দিন যাবত নিখোঁজ রয়েছে কলেজ ছাত্র রাশেদ ফকির। নিখোঁজের ব্যাপারে পুলিশও কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ভালুকশী সুতারবাড়ি গ্রামের হামজালাল ফকিরের ছেলে বার্থী কলেজের ছাত্র রাশেদ ফকির (১৭) গত ২১ নভে¤^র প্রতিদিনের মত সকালে কলেজের উদ্যেশ্যে রওয়ানা দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে রাশেদের চাচা শাহাদাৎ ফকির ৯ ডিসে¤^র আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন, যার নং-২৩৯। রাশেদ নিখোঁজের ব্যাপারে পুলিশও এখন পর্যন্ত কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি। রাশেদ নিখোঁজের ঘটনায় পুলিশ কোন হদিস করতে না পারায় তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে হতাশা দেখা দিয়েছে।