অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় কিশোর–কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী বেসরকারী এনজিও কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট–সিএইচসিপি’র উদ্যোগে কাঠিরা আঞ্চলিক কার্যালয়ে গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার ২৪টি দলের ৪৪০জন কিশোর–কিশোরী এই মেলায় অংশগ্রহণ করে। কিশোর–কিশোরী মেলায় নাচ–গান, আবৃতি, নাটকসহ ৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে সংশ্লিষ্ট এনজিও’র প্রকল্প ব্যবস্থাপক জেম্স রিপন বাড়ৈর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ল²ণ বৈরাগী, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুল, গৈলা ইউপি সদস্যা রেবা সরকার, এনজিও প্রতিনিধি সিসিলিয়া পারুল মন্ডল, সমাজ সেবক রিমু অধিকারী, কিশোরী সাদিয়া আক্তার, কিশোর তানভীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সিইচসিপি কর্মীবৃন্দ ও কিশোর–কিশোরীদের অংশগ্রহণে বাল্য বিবাহ, মাদকাসক্তি এবং যৌতুক প্রতিরোধ বিষয়ে নাটিকা পরিবেশিত হয়।