অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ও টায়ারে অগ্নিসংযোগ করেছে।
জানা গেছে, গতকাল রোববার ভোর রাতে ঢাকা-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের ফুল্লশ্রীসহ একাধিক স্থানে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা নির্বাচন প্রতিরোধে হরতালের সমর্থনে মহাসড়কে গাছ ও টায়ারে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে রাস্তায় যান চলাচল ব্যাহত করার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই ওই নেতাকর্মীরা স্থান ত্যাগ করে। আগৈলঝাড়া থেকে কোন দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক ছিল।