আগৈলঝাড়ায় ৪২তম বিজয় দিবস পালন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসননের উদ্যোগে সকল যুদ্ধাপরাধীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার আহবান জানিয়ে কুচকাওয়াজ, সালাম গ্রহন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপি বি¯—ারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে গৌরবের ৪২তম বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এবছর যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় বিজয় দিবসে বিঝয়ের অন্য মাত্রা যোগ হয়েছে। অন্যদিকে আওয়ামীলীগ পৃথকভাবেদলীয় কার্যালয়ে বিজয় দিবস পালন করেছে। গতকাল সোমবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে স্বাধীনতা বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এসময় মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য গেজেটভুক্ত হয়েও সম্মাণী ভাতা না পাওয়ায় জেলা প্রশাসকের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারী কর্মচারীদের অনুদান তহবিল থেকে সরদার শাহ আলম মতি ও মো. আনিসুর রহমান তালুকদারকে বিশেষ সম্মাণনাসহ আর্থিক অনুদান প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল­া, সাধারণ সস্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, মুক্তিযোদ্ধা ড. নীলকান্ত বেপারী, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শেফালী রানী  সরকার,উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, পিআইও শচীন্দ্র নাথ বৈদ্য প্রমুখ। বিকেলে উপজেলার শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে চার গ্রæপের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version