অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় ৫ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। ধর্ষিতাকে মূমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শনিবার উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের গণেশ চন্দ্র বৈদ্যের বখাটে ছেলে বিপ্লব বৈদ্য নাঘিরপাড় কেজি স্কুলের ৫ বছরের ছাত্রীকে বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় ধর্ষক বিপ্লব পালিয়ে যায়। সন্ধ্যায় অচেতন অবস্থায় এলাকার লোকজন ধর্ষিতাকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ধর্ষিতাকে মূমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে ধর্ষিতার পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ধর্ষককে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।