অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবাণে আগামী ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে আগৈলঝাড়া-গৌরনদীর ১৮দলীয় নেতাকর্মীরা দলে দলে ঢাকা যাচ্ছে।
দলীয়সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বরের একদিন বাকি থাকলেও নেতাতর্মীরা দু’দিন আগে ঢাকায় যাচ্ছে। অনেকের সাথে কথা বলে জানা গেছে, সরকার গাড়ি, লঞ্চ ও ফেরি বন্ধ করে দিতে পারে এই আশঙ্কায় তারা আগেভাগে ঢাকা গিয়েছে। কর্মসূচি সফল করতে বরিশাল জেলা উত্তর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একটি সূত্র জানায়, আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, মুলাদী উপজেলা থেকে কয়েক হাজার লোক ঢাকায় যাবে পুলিশ ও সরকারি দলের বাঁধা উপেক্ষা করে। বরিশাল জেলা উত্তর বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা উত্তর বিএনপি সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপি সভাপি আব্দুস সোবাহান ও অন্যান্য বিএনপি নেতা ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্মসূচি সফল করার লক্ষ্য। তারা বলেন, সরকার যত বাঁধা দিক ‘মার্চ ফর ডেমোক্রেমি’ কর্মসূচি সফল হবেই। দেশের গণতন্ত্র যখন হাবুডুবু খাচ্ছে দেশনেত্রীর ডাকে বাংলার মানুষ আজ জেগে উঠেছে। মানুষের সমর্থন এখন সরকারের বিপরীতে চলে গেছে।