আগৈলঝাড়াপ্রতিনিধি, (বরিশাল)ঃবরিশালের আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির-২০১৪ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলোয় আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এক সভায় মিলিত হয়। অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীর বিশ্বাস ননী, এসএম শামীম, মোঃ ওয়াসিম ভুঁইয়া সেলিম, জয় রায়, মো. জহিরুল ইসলাম সবুজ, মো. ছগির শিকদারসহ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে অপূর্ব লাল সরকারকে (দৈনিক সংবাদ) আহবায়ক, প্রবীর বিশ্বাস ননী (দৈনিক যায়যায়দিন) ও জহিরুল ইসলাম সবুজকে (দৈনিক মতবাদ) যুগ্ম-আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়। আহবায়ক কমিটি ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন
Share This