জি নিউজ বিডি ডট নেট ঃ- আজ শনিবার সকালে গাইবান্ধা সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি দুপুর পৌণে ১টার দিকে সার্কিট হাউজে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সম্প্রতি হামলায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জেলা প্রশাসন সূত্রে একথা জানা গেছে।এদিকে প্রধানমন্ত্রী সফর উপলক্ষে জেলার সর্বত্র আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ বিকেলে শেখ হাসিনা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ছয়টি খাদ্যগুদাম, সাঘাটা, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় ৫০ শয্যার হাসপাতাল ও জেলায় ইপিআই স্টোরের উদ্বোধন করবেন। পরে তিনি একই স্টেডিয়ামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ।এ ছাড়া প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। তাঃ- ২৫ জানুয়ারি ২০১৪