জি নিউজঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুর ২.৩০ টায় দয়াগঞ্জে ত্রাণ বিতরণ করতে যাবেন বেগম খালেদা জিয়া।
চেয়ারপার্সনের একান্ত সচিব সালেহ আহম্মেদ এ কথা নিশ্চিত করেছেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ১৪ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। ১ ও ২ জুন দলটির ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া দয়াগঞ্জে যাচ্ছেন।
এছাড়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল সাড়ে ৪ টায় দলটি আলোচনা সভার আয়োজন করেছে। সভায় বেগম জিয়া বক্তব্য দেবেন।