ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,জি নিউজ বিডি.নেট : ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য শনিবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন।
বিকেল সাড়ে তিনটায় তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউরা, বাসুদেব ও জারুইলতলা গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
এ সময় তিনি মাছিহাতা ইউনিয়নে টর্নেডোয় হতাহত পরিবারকে সমবেদনা জানিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। পরে তিনি এক সমাবেশে বক্তব্য দেবেন।
বিরোধীদলীয় নেত্রীর এই সফর উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে খালেদা জিয়ার চিনাইর বঙ্গবন্ধু কলেজ মাঠে এক সমাবেশ করার কথা থাকলেও প্রশাসন অনুমতি না দেয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি জানান, খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়ায় আগমন উপলক্ষে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ মাঠে তার সমাবেশ হওয়ার কথা থাকলেও প্রশাসন সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। এজন্য কলেজ সংলগ্ন অন্য মাঠে খালেদা জিয়া বক্তব্য দেবেন বলে জানানো হয়।
তিনি অভিযোগ করে বলেন, ২৫ মার্চ একই মাঠে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এসে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
অন্যদিকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার কারনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।