জি নিউজঃ সাভারে রানা প্লাজার দুঃসাহসী উদ্ধার অভিযানের যোদ্ধা ইজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদের মরদেহ দেশে আনা হচ্ছে । এই মহাপ্রাণ ব্যক্তি উদ্ধার চালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠান। সেখানে শনিবার স্থানীয় সময় রাত পৌণে একটায় তিনি মারা যান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম রোববার রাতে এক বার্তায় জানান, ”ইজাজ উদ্দিন চৌধুরীকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হবে।”
নূর ইসলাম জানান, সোমবার বেলা সোয়া ১২ টার দিকে থাই এয়ারযোগে ইজাজের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে ইজাজের মৃতদেহ গ্রহণ করবেন সেনাসদরের পরিচালক পার্সোনেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রাজ্জাক ও মেডিকেল সার্ভিসেস এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুছ ছবুর মিয়া।
বেলা সাড়ে ১২ টায় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।