অনলাইন ডেস্ক:- নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আজ শুক্রবার বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে গমন করেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডন হয়ে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভার পাশাপাশি আওয়ামী লীগের সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘তাকে (লতিফ সিদ্দিকী) মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমনকি তাকে দলেও রাখব না।