আন্তর্জাতিক কোনো চাপের কাছে সরকার মাথা নত করবে না :প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:-  আন্তর্জাতিক কোনো চাপের কাছে সরকার মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলররা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন  

শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করার মতো এমন কোনো কাজ করেনি সরকার কারণ, তাঁর সরকার এমন কোনো অপরাধ করেনি তিনি জানান, মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি নেত্রীর বিচার এখন সময়ের দাবি

গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান চট্রগ্রাম সিটির বিজয়ী মেয়র কাউন্সিলররা প্রধানমন্ত্রীও তাদের অভিনন্দন শুভেচ্ছা জানান

প্রধানমন্ত্রী আরো বলেন, সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ভোট বর্জন করেছে ২০ দলীয় জোট

শেখ হাসিনা বলেন, অতীতে বিএনপি ভোট চুরির রাজনীতি করেছে বলে এখন সবাইকে সমান মনে করে সিটি নির্বাচনে দলটির খারাপ উদ্দেশ্য ছিল বলেও জানান তিনি

দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে বিএনপি নেত্রী ধ্বংসযজ্ঞে নেমেছেনএমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে মারার জন্য তার বিচার হতে হবে

নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের চট্রগ্রাম বাসীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী এজন্য সব ধরণের সহায়তা করার আশ্বাস দেন তিনি

 

Exit mobile version