জি নিউজ বিডি ডট নেটঃ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন সমর্থনশূন্য সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এ সরকারও পারবে না। জনগণের দুর্বার এবং উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে বলে তিনি মন্তব্য করেন।গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “আওয়ামী গণতন্ত্রে বিশ্বাস করে না। ৭৫-এ তারা বাকশাল করেছিল। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আবারও তারা গণতন্ত্রকে হত্যা করেছে। বিরোধী দল নিশ্চিহ্ন করে আওয়ামী লীগ একদলীয় বাকশাল গঠনের উদ্যোগ নিয়েছে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, অতীতে কোনো স্বৈরাচারী সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এবারও স্বৈরাচারীদের পতন হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকার বাধ্য হবে। সেজন্য তাদের দল গোছানোর প্রক্রিয়া চলছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিএনপি’র শীর্ষ নেতাদেরকে আটক করেছিল। তাদের উদ্দেশ্য ছিল বিএনপি নেতাদেরকে আটক করে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতা দখল করা। এ সময় উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, এ সরকার সম্পূর্ণ সংবিধানপরিপন্থী। তাদের দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে দেয়া হবে না। এ সরকার বন্দুকের নলে ক্ষমতায় টিকে আছে, তাদের কোনো জনসমর্থন নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদের কারামুক্তি উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, দোয়া ও মোনাজাত করা হয় ।তাঃ- ০৯ ফেব্রুয়ারি ২০১৪।