আপনারা বুক ফুলিয়ে বসবাস করবেন কেউ চোখ তুলে তাকাবার সাহস পাবে না- প্রধানমন্ত্রী

pm24জি নিউজ বিডি ডট নেট ঃ- এদেশের সংবিধান যারা মানে না, যারা নির্বাচন বর্জনের নামে মানুষ হত্যা করে, সরকারি সম্পদ লুণ্ঠন করে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের এদেশে কোন ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তিনি বলেন এই নির্যাতনকারীদের দমনে সরকার যত কঠিন সিদ্ধান্ত নিতে হোক সরকার তা নিতে বাধ্য হবে। জামায়াতকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত কোন ইসলামী দল নয়, তারা কোরান মানে না।  বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘জামায়াতের আমীর’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও পোড়াও করে কোন লাভ হবে না। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এখন সব ধরনের নাশকতা বন্ধে সরকার যত কঠোর হওয়া দরকার তত কঠোর হবে। কাউকে ছাড় দেয়া হবে না প্রধানমন্ত্রী  । গতকাল দুপুরে যশোরের অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতার শিকার মালোপাড়ার বাসিন্দাদের উদ্দেশে বক্তৃতাকালে এসব কথা বলেন। গোপালগঞ্জের ওপর এত রাগ কেন? বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘উনার যত রাগ গোপালগঞ্জের ওপর। উনি গোপালগঞ্জ নিয়ে গালি দেন। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘উনার এত রাগ কেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানকার মাটিতে ঘুমিয়ে আছেন।গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি  শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে যোগ না দিয়ে বিএনপির নেতা বুঝতে পেরেছেন যে তিনি কত বড় ভুল করেছেন। তিনি আমাদের গোপালী বলে গালি দেন। এখন যদি আমি বলি, গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি, তাহলে উনি কী বলবেন? প্রধানমন্ত্রী নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায়ও ভাষণ দেন।পর বেলা সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর সহিংসতায় যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের প্রত্যেকটিকে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন তিনি। জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন।পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন। নির্বাচন ঠেকাতে পারেননি খালেদা জিয়া প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, তিনি নির্বাচন ঠেকাও আন্দোলন করেছেন। কিন্তু ঠেকাতে পারেননি।  তিনি আন্দোলনের জন্য জনগণকে ডাক দিয়েছিলেন। কেউ সাড়া দেয়নি।যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকে একটা কথাই বলব, সেটা হলো  যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের সরকার বরদাস্ত করবে না। যত কঠোর হওয়া দরকার, আমরা হব।’খালেদার বক্তব্যে শুধু মিথ্যাপ্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার  বক্তব্যে শুধু মিথ্যা। তাঁর জন্মদিন যে কয়টা তার হিসাব নাই। তাঁর স্কুলের  ভর্তি ফরমে একদিন, পাসপোর্টে একদিন, বিয়ের কাবিনে একদিন জন্মদিন।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘একজন  মানুষ কয়বার জন্ম নেয়? উনার পাঁচবার জন্ম হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যা বলতে বলতে এমনই বদ-অভ্যাস হয়েছে যে উনি স্বামীর জন্মদিনও বদলে ফেলেছেন। কেউ যদি উনার ভুল শোধরাতে যায় তাহলেই উনি বলে দেন “চুপ বেয়াদব।মানুষ খুন ও দুর্নীতিতে বিএনপি সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, স্কুল পোড়ানো, গাছ কেটে ফেলে দেওয়া , ট্রাকে করে আসা গরু পোড়ানো, মানুষ খুন করা, গুম করা এটাই তাঁদের আন্দোলন। জনগণ তাঁর ডাকে সাড়া দেয় না। মানুষ খুন করা ও  দুর্নীতিতে বিএনপি সফল বলে তিনি মন্তব্য করেন।দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। এ দেশে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। যার যার ধর্ম সে পালন করবে।  এছাড়া  প্রধানমন্ত্রী ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেন আমরা আপনাদের পাশে আছি। দেশবাসী আপনাদের পাশে আছে। দুশ্চিন্তার কোন কারণ নেই। বুকে সাহস সঞ্চয় করুন। এদেশ আপনাদের, আমাদের সকলের। এখানে আপনারা বুক ফুলিয়ে বসবাস করবেন। কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনে আমি নিজে ছুটে এসেছি। আপনাদের পুনর্বাসনে সব রকমের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তাঃ-২৪ জানুয়ারি ২০১৪

 

Exit mobile version