আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ তালেবান নিহত

আর্ন্তজাতিক ডেস্ক:- আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে সেনা অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৩৭ তালেবান গেরিলা। এ সময় ২১টি বোমা নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা। এ সময় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাত সেনা প্রাণ হারিযেছে।এছাড়া আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি প্রদেশে অভিযান চালিয়েছে পুলিশ বাহিনী। এর ফলে ৩৩ তালেবান গেরিলা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ছয় জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের অভিযানের সময় তালেবানের বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা সম্ভব হয়েছে।খবর:রেডিও তেহরান,আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

Exit mobile version