স্টাফ রিপোর্টার, জি নিউজ :স্বাধীনতা পদক লাভের জন্য অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদকে মঙ্গলবার সংবর্ধনা দেবে জাতীয় সংসদ। বেলা ১২টায় সংসদ ভবনের এলডি হলে এ সংবর্ধনা অনুষ্ঠান হবে।
সোমবার রাতে সংসদের বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী এ তথ্য জানিয়ে সকল সংসদ সদস্য এবং সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গত ২৫ মার্চ জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশের আট বিশিষ্ট নাগরিকের হাতে সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য আবদুল হামিদকে এ পুরস্কার দেয়া হয়।
এ বছর অন্য যারা স্বাধীনতা পদক পেয়েছেন তারা হলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নান (মরণোত্তর), ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।