অনলাইন ডেস্ক, জি নিউজঃ- আবারও এক ধর্ষণের ঘটনায় কেঁপে উঠল ভারত। দেশটির স্যাটেলাইট সিটি নামে পরিচিত দিল্লির পার্শ্ববর্তী গুড়গাঁওতে বৃহস্পতিবার রাতে এক তরুণীকে গণধর্ষণের পর রাস্তায় ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের ভাষ্যমতে রাত ১০টার দিকে তারা এই তরুণীর বিষয়ে ফোন পায়। গুড়গাঁওয়ের সুশান্ত লক এলাকায় পৌঁছে মেয়েটিকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় পায় পুলিশ। মেয়েটির মুখমণ্ডলে কালসিটে পরে গিয়েছিল। পরে পুলিশের কাছে দেওয়া এক অভিযোগে ২৫ বছর বয়স্ক ওই তরুণী জানিয়েছেন, তিনি একজন পোশাক শ্রমিক। বিবাহিত এই তরুণী কাজ সেরে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। সেসময় একটি গাড়ি এসে তার সামনে থামে। আনুমানিক ৪ থেকে ৫ জন লোক তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। ধর্ষণের শিকার তরুণী আরও জানান, মাতাল অবস্থায় দুর্বৃত্তরা তাকে এক নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। পরে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় ধর্ষণকারীরা। পুলিশ জানিয়েছে, ওই তরুণী মেডিকেল পরীক্ষা করাতে চাননি। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে গণধর্ষণের মামলা করা হয়েছে। এদিকে, এমন ঘটনা পুনরায় রাজধানী ও আশপাশের এলাকায় নারীর নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এলো। সম্প্রতি নয়াদিল্লির গণধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির রায় দেয় দেশটির আদালত। খবর এনডিটিভির ,সূ ত্র :অনলাইন তাঃ-২৭ সেপ্টেম্বর ২০১৩
আবারও ধর্ষণের ঘটনায় কেঁপে উঠল ভারত
Share This