বিনোদন ডেস্ক:- আবারও বিতর্কিত মন্তব্য করে ঝড় তুললেন বলিউডের সুপারমডেল সোফিয়া হায়াত ! বরাবরের মত এবারও মন্তব্য করেছেন বলিউডের এক জনপ্রিয় তারকাকে নিয়ে। আর সেই তারকা হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশন ! সম্প্রতি তিনি হৃতিক রোশনকে নগ্ন অবস্থায় দেখতে চেয়ে তার মনের ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আর তার পর থেকেই সোফিয়ার এমন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় তুলে দিয়েছেন হৃতিক ভক্তরা। সম্প্রতি সোফিয়া এক সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন ”আমি হৃতিক রোশনকে নগ্ন অবস্থায় দেখতে চাই”। তবে শুধুমাত্র হৃতিকই নন, আরও অনেক তারকাকেই পোশাকহীন অবস্থায় দেখতে চান তিনি। সেই লিস্টে রয়েছেন হলিউড তারকা ব্র্যাডলি কুপার ও অ্যাঞ্জেলিনা জোলিও ! হৃতিক ভক্তরা দাবী করেছেন সোফিয়া মানসিকভাবে অসুস্থ ! তাই বলিউড থেকে তাকে বিতাড়িত করা হোক। দেখা যাক হৃতিক ভক্তদের এমন জোরালো ক্ষুদ্ধ ভূমিকায় শেষ পর্যন্ত কি অবস্থা হয় সোফিয়ার। উল্লেখ্য, এর আগে নিজের স্নানের দৃশ্য ইন্টারনেটে ছেড়েও ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন তিনি।খবর:ওয়েবসাইট