জি নিউজঃ-বুধবারও সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দিয়েছে জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলার রায় ধার্য হওয়ায় বুধবার এর প্রতিবাদে একই দিনে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। গত মঙ্গলবার জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ রক্ষা পাওয়ার জন্য তথাকথিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের নামে সরকার নির্দেশিত ছকে রায় ঘোষণার মাধ্যমে আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে সাজা প্রদানের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। রোজার মাসেও সরকার দেশবাসীকে শান্তিতে থাকতে দিতে চায় না। এতে আরো বলা হয়, সরকার বেপরোয়াভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে জামায়াত নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের যে ব্যবস্থা করেছে- দেশের জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে।
তাঃ-১৬-০৭-১৩