জি নিউজ বিডি ডট নেট ঃ- আমাদের কিছু ভুল ছিল গত সরকারের সময় । কিন্তু এবার আর কোনো ভুল করা যাবে না। এবার ভুল করলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।নাসিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করলে, জামায়াতকে ছেড়ে সরকারকে সহযোগিতা করলে, সরকারও বিএনপিকে সহযোগিতা করবে। তিনি বলেন, ‘এবার সবার প্রত্যাশা অনুযায়ী অংশীদারত্বমূলক নির্বাচন আমরা করতে পারিনি, এটা স্বীকার করি। বিএনপি-জামায়াত নৈরাজ্য ও খালেদা জিয়ার অসহযোগিতার জন্য আমরা এটা করতে পারিনি। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণাও দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এছাড়া সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলা পূর্বপরিকল্পিত। এর সঙ্গে বিএনপি-জামায়াত শুধু নয়, অন্যরাও জড়িত। জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাঃ- ০৯ জানুয়ারি ২০১৪