জি নিউজ বিডি ডট নেট ঃ- বিশ্ব ক্রিকেট শাসন করার লক্ষ্যে আইসিসিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যে খসড়া প্রস্তাব দিয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় গণগ্রন্থাগার ও চারুকলার গেট পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শত শত তরুণ ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে মানববন্ধনে অংশ নেন। টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশকে বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘ক্রিকেটপ্রেমী বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধন রীতিমত বিক্ষোভে রূপ নেয়। এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে উচ্চারিত হয়- ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’, ‘তিন দেশের মাতব্বরি থেকে ক্রিকেটকে রক্ষা কর’, ‘ক্রিকেট প্রাণের দাবি, ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না’, ‘তিন শেয়ালের কাছে মুর্গি বর্গা দেব না’, ‘Cricket is business to you, but oxygen to us’, ‘Say no to Big 3’, ‘আমাদের ক্রিকেটকে নয়, আমাকে খুন করুন’, ক্রিকেট নিয়ে তিন মোড়লের দালালি চলবে না’ ইত্যাদি শ্লোগান। কর্মসূচির সমন্বয়ক ফিদা হক জানিয়েছেন, পাঁচ দফা দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামীকাল বেলা তিনটা পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়। এই সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামীকাল বিকাল ৪ টায় আবারো তারা মানববন্ধনে অংশ নেয়ার ঘোষণা দেয়া হয়। মানববন্ধনের অংশগ্রহণকারীরা একদিকে যেমন ক্রিকেট নিয়ে চলা ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শক্ত অবস্থান নেয়ারও দাবি জানিয়েছেন। সম্প্রতি টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য বিস্তারে আইসিসি’র কাছে কয়েকটি প্রস্তাব রাখে ক্রিকেট বিশ্বের তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। খসড়া প্রস্তাবে বলা হয়, টেস্ট ক্রিকেটে র্যাংকিংয়ে পেছনে থাকা বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট খেলতে পারবে না। তবে আইসিসি কন্টিনেন্টাল কাপে তারা অংশ নিতে পারবে। শীর্ষ আটে থাকা সত্ত্বেও পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই বিতর্কিত প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয় বোর্ডের প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। এ কারণে বিগ থ্রি’ বা তিন মোড়লের পাশাপাশি বিসিবির ওপরও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সূত্র- রেডিও তেহরান তাঃ-২৬ জানুয়ারি ২০১৪ #