অনলাইন ডেস্ক,জি নিউজঃ- আমেরিকার পাঁচটি অঙ্গরাজ্যে শীতকালীন প্রচণ্ড ঝড়, তুষারপাত ও হিমশীতল বৃষ্টি হয়েছে এবং এসব কারণে এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। বরফাবৃত সড়ক এবং বন্যার কারণে এরই মধ্যে ওকলাহোমা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং অ্যারিজোয়ানায় বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝড়ের কারণে ওকলাহোমার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ফুট পুরু তুষার জমেছে। ঝড়ের কারণে বন্যা হয়েছে, বহু সড়কে দুর্ঘটনা ঘটেছে ও শতশত ফ্লাইট বাতিল করতে হয়েছে। মার্কিন নিউজ চ্যানেল এনবিসি নিউজ জানিয়েছে, ঝড়ের কারণে আলাদা দুর্ঘটনায় ওকলাহোমায় চারজন ও টেক্সাসে চারজন নিহত হয়েছে। ঝড়ে নিউ মেক্সিকোতে গাড়ি উল্টে চার বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। ক্যালিফোর্নিয়ায় ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে এক ব্যক্তি, পার্ক করা গাড়ির ওপর গাছ পড়ে একজন এবং সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, রাস্তার পাশে পুরু হয়ে তুষার জমে আছে এবং গাছের পাতা থেকে জমাট বরফের সুচালো খণ্ড ঝরছে। আমেরিকার পূর্বাঞ্চলে এ ঝড় আরো কয়েকদিন চলবে বলে মনে করা হচ্ছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ ডিগ্রি নিচে থাকবে। বৃহস্পতিবার আমেরিকার থ্যাংকসগিভিং ডে উপলক্ষে ছুটির আগে এ ঝড় হলো। এ ছুটিকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ বেড়াতে ও স্কি করার জন্য আকর্ষণীয় স্থানগুলো ভ্রমণে যায়। এ ঝড়ের কারণে ছুটি কাটানোর অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে বিবেচিত নিউ ইংল্যান্ডের অ্যাপালাচিয়ন পবর্তমালায় ঘন তুষারপাত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এ ছাড়া, আরো দক্ষিণে ভারি বৃষ্টিপাতে সড়ক ও বিমান ভ্রমণ ব্যাহত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বলছে, এ ছুটি উপলক্ষে ৪ কোটি ৩০ লাখের বেশি মার্কিনী ভ্রমণে বের হবেন এবং এদের মধ্যে অনেকেই থ্যাংকসগিভিং ডে পালনের জন্য দূরবর্তী এলাকায় বসবাসরত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।খবর রেডিও তেহরানএর তাঃ- সোমবার,২৫ নভেম্বর ২০১৩ #
আমেরিকায় শীতকালীন ঝড়ে ৫ অঙ্গরাজ্যে অন্তত ১৩ ব্যক্তি নিহত
Share This