জি নিউজ ঃ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের মুখপাত্র শামসুজ্জামান দুদু বলেছেন, যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন তাগলে আসুন, আলাপ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক অবস্থানে পৌঁছাই। আসুন, অন্ধকার থেকে আলোর পথে আসি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আগামী নির্বাচন কিভাবে সম্পন্ন করা যায় এ নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে যৌক্তিক অবস্থানে পৌছাতে সরকারি দলের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
বিএনপি’র যুগ্ন মহাসচিব সালাউদ্দীন আহমেদকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
বিএনপি’র জনপ্রিয়তা নেই প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে দুদু বলেন, নিজেদের অধীনে নয় পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেই প্রমান হবে কোন দলের জনপ্রিয়তা কতটুকু রয়েছে।
দুদু আরো বলেন, ২৩ বছর আগে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল পাকিস্তান সে ব্যবস্থাকে অনুকরন করে ব্যর্থ রাষ্ট্র থেকে সফল রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে।
মতিঝিলে হেফাজতের অনুষ্ঠানে সাধারণ মুসুল্লীদের যারা হত্যা করেছে এবং দেশের দুর্নীতিবাজদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি’র আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন শামসুজ্জামান দুদু।
ঘুর্ণিঝড় মহাসেনের আঘাতে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থ্যতাও কামনা করা হয় সংবাদ সম্মেলনে।