সাতক্ষীরা প্রতিনিধিঃআশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম মোস্তাকিম ১১৬৮ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫০৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জামায়াত নেতা নূ.আ.ম. মুরতাজুল আলী পেয়েছেন ৪৯৬১০ ভোট।
এছাড়া উপজেলা জামায়াতের সহ-সম্পাদক শহিদুল ইসলাম ৫১৫৮৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী জাহানারা খাতুন ৭২৩৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সারা দেশের ন্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত পৌনে ১টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার হাফিজুর রহমান ১৮৯২ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা স ম সালাহদ্দীন ৪২৫ ভোট ও উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ১৯৪০৫ ভোট পেয়েছেন।
সূত্র জানায়, আশাশুনি উপজেলা নির্বাচনে উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৯২ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ২৬ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটারের ৬৫.৫৫ শতাংশ।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম জানান, উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের ৪৪৪টি বুথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরিবেশ নির্বিঘœ করতে সেনা, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে ৯টি স্ট্রাকিং টিম সার্বক্ষণিক কাজ করেছে। এছাড়া ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সর্বত্র নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি পর্যবেক্ষণ করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাইনি বলে তিনি জানান।