সাভার প্রতিনিধি,জি নিউজঃ- সাভার আশুলিয়ার নবীনগর- মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাছিহাতা পোশাক শ্রমিকরা। এসময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।য় স্থানীয় সূত্রে ও শ্রমিকরা জানায় মাছিহাতা পোশাক করাখানার শ্রমিকদের একটি গ্রুপ ওই কারখানার শ্রমিক জনিকে মারধর করে। জনিকে মারধরের সূত্রে ধরে শ্রমিক নেতা আমিনুরসহ বেশ কয়েকজন শ্রমিককে মারধর করেন ওই কারখানার আরেকটি গ্রুপ। এরপর থেকে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করতে থাকে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শ্রমিকরা জিরানী বাজারের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিকরা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জসহ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এভাবেই চলে দফায় দফায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ। শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো জিরানী বাজার এলাকা। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। শ্রমিক-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ৪৫ শ্রমিক আহত এবং ২ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে শ্রমিকদের একটি পক্ষ। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশপাশের পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বেলা সাড়ে ১২টার দিকে এই রিপোর্ট লেখার সময়ও থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শহিদ জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যানচলাচলে বাধা দেয়।
এ কে এম শিবলি শাদেক / জি নিউজ তাঃ- ১৩-০৭-১৩