কাজী নাসির উদ্দীন , সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় আসামী ধরতে গিয়ে দারোগাসহ দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছে। এসময় ভাংচুর করা হয়েছে দারোগা জুলফিকারের মটর সাইকেল। দেবহাটার কোড়া গ্রামে জামায়াত-শিবির ক্যাডাররা রোববার রাতে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটায়। হামলায় আহতরা হলেন, দেবহাটা থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী, কনস্টেবল আব্দুস সেলিম। ঘটনার পর তারা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।ক্ষতিগ্রস্থ মটর সাইকেল থানায় রাখা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে দেবহাটা থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী পুলিশ কনস্টেবল আব্দুস সেলিমকে সাথে নিয়ে মটর সাইকেল চালিয়ে একটি নিয়মিত মামলার এজাহার ভুক্ত আসামী সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামের আকবার আলীর ছেলে আব্দুলাহকে ধরতে যান। কিন্তু গ্রামের মসজিদের মাইকে বিভ্রান্তিকর প্রচার দিয়ে জামায়াত-শিবিরের কয়েক‘শ ক্যাডার লাঠি-সোটা, ইট-পাটকেল ও অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলে পড়ে। আহত হন উপ-পরিদর্শক জুলফিকার আলী ও কনস্টেবল সেলিম। ভেঙ্গে দেয়া হয়েছে ওই দারগার ব্যবহৃত মটর সাইকেল। তবে রাতে উপ-পরিদর্শক জুলফিকার আলীর সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, গতমাসে জামায়াতের ডাকা হরতালের সময় উপজেলার ঈদগা এলাকার খোকন নামক এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়। ওই মামলার আসামী কোড়া গ্রামের আলা-আমিনের ছেলে সেলিমকে অবস্থান জানতে পেয়ে পুলিশ অভিযানে যায়। মামলার তদš—কারী কর্মকর্তা উপ-পরিদর্শক জুলফিকার আলী ডিউটি করে ফিরে আসার সময় কোড়া গ্রামে যায়। এসময় পড়ে গিয়ে সে সামান্য আহত হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মোলা জাহাঙ্গীর হোসেন পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনা সরাসরি স্বীকার না করলেও তিনি জানান, জামায়াত-শিবির হামলা করতে পারে এমন খবর পেয়ে সেখান থেকে পুলিশ ফিরে আসে।