ডেস্ক রিপোর্ট ,জি নিউজ: যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের আয়কর ফাঁকির অভিযোগে ৭টি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাবুলের স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এনবিআরের উপকর কমিশনার মোহাম্মাদ আতাউল হক, মোহাম্মাদ জহিরুল ইসলাম ও দীপক কুমার চক্রবর্তী রবিবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে এ মামলাগুলো করেন।
অভিযোগের বিষয়ে আগামী ২৬ মে ঢাকা মহানগর বিশেষ জজ মো. জহুরুল হক শুনানির দিন ধার্য করেছেন।
মামলাগুলোর মধ্যে ৪টি মামলায় নুরুল ইসলাম বাবুলকে ব্যবস্থাপনা পরিচালক, একটিতে চেয়ারম্যান এবং একটিতে প্রধান নির্বাহী হিসেবে আসামী করা হয়েছে।
অন্যদিকে শামীম কম্পোজিট মিলস মামলায় সালমা ইসলাম ব্যবস্থাপনা পরিচালক এবং শামীম স্পিনিং মিলস মামলায় ছেলে শামীম ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামী করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো, শামীম কম্পোজিট মিলস লিমিটেড, শামীম স্পিনিং মিলস লিমিটেড, যমুনা ওয়েলডিং ইলেকট্রোড লিমিটেড, যমুনা স্পিনিং মিলস লিমিটেড, যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, যমুনা ডিস্টিলারী লিমিটেড ও শামীম রোটন স্পিনিং মিলস লিমিটেড।
আসামীদের বিরুদ্ধে সঠিক আয়কর রির্টান দাখিল না করা, মিথ্যা ঘোষনা দেওয়া, আয় গোপন এবং আয়কর ফাঁকির অভিযোগে মামলাগুলো দাখিল করা হয়েছে।
মামলাগুলোতে আসামীদের বিরুদ্ধে ৭টি প্রতিষ্ঠানের প্রায় একশত কোটি টাকার আয় গোপন এবং ওই টাকার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।