অনলাইন ডেস্ক ঃ- ইউরোপর বাজারে বাংলাদেশের পণ্য যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পেয়ে থাকে তাতে পরিবর্তন আনার কথা ভাবছে না ইউরোপীয় ইউনিয়ন। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত ইইউয়ের প্রতিনিধি উইলিয়াম হানা তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা ওঠার পর উইলিয়াম হানা বিষয়টি পরিষ্কার করলেন। হানা বলেন, ইইউয়ের বাজারে বাংলাদেশের পণ্য এখন কোনো কর বা নিষেধাজ্ঞা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ এখন পণ্য ও বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে বলেও জানান তিনি। এতে ইইউ কোনো পরিবর্তন আনার কথা ভাবছেন না বলে জানান তিনি।হানা বলেন, বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে আগুন, ভবনের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তার ব্যাপার নিয়ে ইইউ উদ্বিগ্ন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, কারখানার পরিদর্শন ও কাজের পরিস্থিতি ভালো করার ওপরে জোর দিচ্ছে ইইউ।হানা বলেন, কারখানার নিরাপত্তার বিষয়ে আইএলওয়ের সুপারিশের ভিত্তিতে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এর বাস্তবায়নও দ্রুত হবে। খবর ইউএনবির। তাঃ-২০ জানুয়ারি ২০১৪