ইনকিলাবের জব্দ মালামাল ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন- আদালত

ইনকিলাব_40561_50134জি নিউজ বিডি ডট নেট দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জব্দকৃত মালামাল ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকালরোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন এ আদেশ দেন। সকালে জব্দকৃত মালামাল ফেরত চেয়ে আবেদন করেন পত্রিকাটির সিনিয়র রিপোর্টার আফজাল বারী। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুবুল হক।এপ্রতিবেদন রেডিও তেহরান প্রকাশ।এদিকে সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে  ইনকিলাব পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধের ১৭ দিন পর গতকাল সন্ধ্যায় ডিবি পুলিশ পত্রিকার প্রেস খুলে দিয়েছে।  সব প্রস্তুতি শেষে সোমবার থেকে ইনকিলাব আবার প্রকাশিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, ইনকিলাব পত্রিকা খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া রেডিও তেহরানকে বলেন,  পুলিশ বা সরকারী কর্তৃপক্ষ যেন এভাবে কোন গণমাধ্যমকে বন্ধ করে দিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। তা ছাড়া, সাংবাদিকদের সতর্ক থাকতে হবে যাতে তাদের কাজে এ মহান পেশার মার্যাদা ক্ষুণ্ন না হয়,  সচেতন দেশবাসী ও গণতন্ত্রমনা সকল নাগরিকই আশা করেন, দৈনিক ইনকিলাবের মত এর আগে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি  ও ইসলামিক টিভিও সরকার অতি দ্রুত খুলে দেবে। তারা এটাও চান, যেন আইনী মারপ্যাঁচে যখন তখন গণমাধ্যমের ওপর খড়গ নেমে না আসে। এতে গণমাধ্যমের স্বাধানতা যেমন ব্যাহত হয় তেমনি জনগণের তথ্য পাওয়ার আইনি অধিকারও খর্ব হয়। আর এ আবস্থায় দেশ-বিদেশে  সরকারের সুনামও ক্ষুণ্ন হয়। গত ১৬ জানুয়ারি প্রকাশিত একটি খবরের কারণে ওই রাতেই পত্রিকাটির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি যোগাযোগ আইনে রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পরই পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সহকারী উপপ্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ, কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে আটক করা হয়। এ সময় দু’টি সিপিইউ, দু’টি মনিটর, একটি ইউপিএস, একটি ট্রেসিং পেপার, খসড়া সংবাদের কপি জব্দ করা হয়। সিল করে দেয়া হয় প্রেস। এরপর পত্রিকা কর্তৃপক্ষ ওই খবরের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিবেদক আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তা;-০৩  ফেব্রুয়ারী ২০১৪।

 

 

 

Exit mobile version