নিজস্ব প্রতিবেদক, জি নিউজঃ সাভারে ভবন রানা প্লাজা ধসে বিপর্যয়ের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত হয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শ্রমিক ভাইদের বলব, এ বিপদে মাথা ঠাণ্ডা রাখতে হবে। ইন্ডাস্ট্রি সচল রাখতে হবে। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের তিনি সতর্ক করে দেন, ইন্ডাস্ট্রি চালু না থাকলে কাজ হারাতে হবে। গ্রামে ফিরে যেতে হবে। মঙ্গলবার সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনি বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের নয়তলা, সাভারে ভবন ধসে ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গত বৃহস্পতিবার থেকেই ঢাকা, গাজীপুর, চান্দনা চৌরাস্তা ও আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ ও ভাংচুর করে আসছে পোশাক শ্রমিকরা। এ কারণে এসব এলাকায় প্রায় প্রতিদিনই কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএ শনি ও রবিবার সারা দেশে সব পোশাক কারখানা বন্ধ রাখে ।
ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share This