সাতক্ষীরা প্রতিনিধি ঃ সরকার দলীয় সংসদ গোলাম মাওলা রনি ও তার পেটোয়া বাহিনী কর্তৃক ইন্ডিপেন্ডেন্ট টিভি’র প্রতিবেদক ইমতিয়াজ সনি ও ক্যামেরা পার্সন মহসিন মুকুল মারাত্মক আহত হওয়ার প্রতিবাদে ও হামলাকারীদের শান্তির দাবীতে বুধবার সকাল ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা প্রেসক্লাবও সাতক্ষীরা জেরা সাংবাদিক ফোরাম মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাফফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপ্পী, এটিএন বাংলা ও সমকালের এম কামর“জ্জামান, মাছরাঙ্গা টিভি ও আমাদের সময়ের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ইন্ডিপেন্ডেন্ট ও সংবাদের আবুল কাসেম, একাত্তর টিভি’র বর“ণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া মানববন্ধনে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় পত্রিকা ও টেলিভিশনের অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গনমাধ্যমের ওপর হস্তক্ষেপ গনতন্ত্রকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশে বিশেষ করে সরকার দলীয় লোকজনের হাতেই সাংবাদিকরা নিগৃহিত হয়। সাংবাদিকদের ওপর হামলার কোন ঘটনারই সুষ্ট বিচার না হওয়ায় সাংবাদিক পেটানো সচরাচর ঘটনায় পরিনত হয়েছে। বক্তারা আরো বলেন, সংসদ সদস্য গোলাম মাওলা রনি একজন দুর্নীতিগ্রস্থ ব্যক্তি। সাংবাদিকতার রীতিনীতি মেনেই অভিযুক্ত রনি’র বক্তব্য নিতে যেয়ে সাংবাকিরা হামলার শিকার হওয়া দুঃখজনক। বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্টাš— মুলক শান্তির দাবী জানান। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা