আন্তর্জাতিক ডেস্ক:- ইরাকের সালাউদ্দিন প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে- গতরাতে সন্ত্রাসীরা আব্বাসিয়া এলাকায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এর ফলে দুটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাইগ্রিস নদীর পাশে অবস্থিত দু’টি বাড়িই সরকারপন্থী যোদ্ধারা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা নদী পার হয়ে এ পাশে আসার চেষ্টা করছে কি না, সে বিষয়ে নজর রাখতেই পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর ফলে ধারনা করা হচ্ছে- তাকফিরি সন্ত্রাসীরাই এ গাড়ি বোমা হামলা ঘটিয়েছে। ইরাকের বেশ কিছু এলাকা এখনো আইএসআইএলের দখলে রয়েছে।খবর:রেডিও তেহরান,এসব সন্ত্রাসী ওই সব এলাকায় দখলদারি প্রতিষ্ঠার পর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। পাশবিক কায়দায় বহু লোকের শিরশ্ছেদ করা হয়েছে।