রুমন মোস্তাফিজ,ঢাকা,১৫ মার্চ,২০১৪ : রাজধানীর উত্তরখানের মধ্যপাড়া এলাকায় এক মুদি ব্যবসায়ীর দু’হাতের কজ্বি কর্তন করেছে এক সন্ত্রাসী। উক্ত ঘটনার পর পুলিশ একটি ধারালো ছোরা সহ সন্ত্রাসী আক্কাছুর রহমান ওরফে আক্কাছ (৩০)কে আটক করেছে। গুরুতর আহত ব্যবসায়ী ফাইজুল ইসলাম ( ২৮)কে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে উত্তরখান থানাধীন উত্তরখান মধ্যপাড়া এলাকায় পুর্ব শত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জের হিসেবে এই ঘটনাটি ঘটে।
উত্তরখান থানার এসআই আদিম হোসেন ও স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরখানের মধ্যপাড়া এলাকার মুদি দোকানদার ফাইজুল ইসলামের দোকানে যায় আক্কাছুর রহমান ওরফে আক্কাছ। এসময় একটি তুচছ ঘটনা নিয়ে ফাইজুল এর সাথে আক্কাছের কথাকাটাকাটি, বাকবিতন্ড ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে সন্ত্রাসী আক্কাছ ধারালো একটি ছোরা দিয়ে ব্যবসায়ী ফাইজুল ইসলামের ওপর চড়াও হয়। এরপর সে ক্ষিপ্ত হয়ে ফাইজুল এর দু’হাতের কজ্বি কর্তন করে। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে সাথে সাথে খবর দেয় উত্তরখান থানা পুলিশকে। পরে পুলিশ এসে এলাকাবাসির সহযোগিতায় ধারালো ছোরা সহ সন্ত্রাসী আক্কাছুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।
উত্তরখান থানার ডিউটি অফিসার এসআই জামাল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পুর্ব শত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হাত কাটার এই ঘটনাটি ঘটেছে। দু’ হাত কজ্বি বিচিছন্ন হয়নি তবে, একটি ঝুলে আছে। সন্ত্রাসী আক্কাছুর রহমানের পিতার নাম মৃত আসাদ আলী।৬/১, শান্তিনিকেতন রোড উত্তরখানে তার বাড়ি। অপর দিকে ব্যবসায়ী ফাইজুল ইসলামের পিতার নাম সাইজুদ্দিন। উত্তরখানের মধ্যপাড়া এলাকায় তার বাড়ি। সন্ত্রাসী আক্কাছুর রহমানকে থানা হাজতে রাখা হয়েছে।