জি নিউজ ঃ- রাজধানীর উত্তরায় ‘চুরি’ করার অভিযোগে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম- সুজন(১০) শিশুটিকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম নামের এক নিরাপত্তারক্ষী ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।এদিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শুক্রবার বেলা সোয়া ১১টায় দিকে উত্তরা পশ্চিম থানার পুলিশ ওই স্থানে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শিশুর বাড়ি লালমনিরহাটে বলে জানা যায় ।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার [ওসি] রফিকুল ইসলাম বলেন উত্তরার ১১ নম্বর সেক্টরের ৫/এ সড়কের ১৬ নম্বর বাড়িতে সকাল ১০টার দিকে সুজন নামের ওই শিশু চুরি করতে গেলে বাড়ির সিকিউরিটি গার্ড তাকে পিটিয়ে মেরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি ।