অনলাইন ডেস্ক:- উত্তরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।
উত্তরা এলাকায় রোববার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় আসতে শুরু করে।
এই এলাকায় এখনো মুখোমুখি অবস্থানে আছে আওয়ামী লীগ ও বিএনপি।
তারা দুই পাশে অবস্থান নিয়ে নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছে।
উত্তরা নর্থ টাওয়ারের দুই পাশে তারা মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে মুহুর্মুহ।
তবে এরই মধ্যে হাজারো নেতাকর্মী পরিবেষ্টিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নর্থ টাওয়ারে প্রবেশ করেছেন। সেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইছেন তিনি।