উত্তরা প্রতিনিধি, জি নিউজ ঃ রাজধানীর উত্তরায় 7 নং সেক্টরের ২৪ নং রোডের ২০ নং বাড়ির এ/৪ নং একটি ফ্ল্যাট বাসা থেকে জেরিন(১৫) ও শিউলি(১৫) নামে দুই কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রান্নাঘরের ফ্যানের সঙ্গে তাদের লাশ ঝুলন্ত অবস্থায় ছিলো বলে জানায় পুলিশ। গত বৃহস্পতিবার সকাল 7 টায় উত্তরার 7 নং সেক্টরের ২৪ নং রোডের ২০ নং বাড়ির এ/৪ নং ফ্লাট থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করেন পুলিশ, এ সময় রান্না ঘরের একটি ফ্যানের সঙ্গে পৃথক দুটি ওড়নায় ঝুলন্ত অবস্থা লাশ দু টি পাওয়া যায় । পরে তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উত্তরায় দুই কি শোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার ।
Share This