জি নিউজ ঃ-রাজধানীর উত্তরা আব্দুল্লাপুর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে র্যাব-২। আটককৃতরা হলো আহমেদ আলী সাগর (২৭) এবং আজহার (২০) বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার আব্দুল্লাপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ বিষয়ে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান সংবাদটি নিশ্চিত করে জানান, বাসাটিতে তল্লাশি চালিয়ে ১০ ধরনের বিস্ফোরক উপাদানসহ দুই যুবককে আটক করা হয়।আজ বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি ।
উত্তরা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ আটক
Share This