জি নিউজঃ-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদউন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন । আজ শনিবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।মওদুদ আহমদের ব্যক্তিগত কর্মকর্তা সুজন আহমেদ জানান, মওদুদ আহমদের স্ত্রী ও পরিবারের সদস্যরা লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি উন্নত চিকিত্সা করাবেন। তাঁর স্বাস্থ্যগত অবস্থা এখন কিছুটা ভালো। গত ৬ অক্টোবর হঠাত্ বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মওদুদ আহমদ পড়ে যান। তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।তাঃ-১২-১০-২০১৩