জি নিউজ বিডি ডট নেট ঃ- উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি-জামায়াত প্রার্থীরা। নির্বাচন কমিশন ঘোষিত প্রথম দফা তফসিল অনুযায়ী ৯৮টি উপজেলা পরিষদের নির্বাচনে প্রায় ৭০০ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের প্রার্থী রয়েছেন। উল্লেখ-দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি-জামায়াত প্রার্থীরা। গতকালশনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে ২৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারাদেশের ৯৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৬৯২, ভাইস-চেয়ারম্যান পদে ৬৬০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৬ ও ২৭ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। উল্লেখ- রংপুরের চার উপজেলায় সীমানা বিরোধের কারণে প্রথম দফায় এ নির্বাচন স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যে চার উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হলো, রংপুর জেলার গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা ও সদর। এছাড়া সারাদেশে ৪৮৭ উপজেলা থাকলেও মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ভোট গ্রহণ হবে ছয় ধাপে। প্রথম দফায় ১০২ উপজেলায় নির্বাচন করার ঘোষণা করে নির্বাচন কমিশন [সিইসি]। তাঃ-২৭ জানুয়ারি২০১৪।