অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) থেকে :আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গৌরনদী সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরনে গত বৃহস্পতিবার বিকেলে বাটাজোরের থানা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম। বক্তব্য রাখেন বাটাজোর ইউপি সদস্য ভবতোষ নন্দী, ক্ষীতিশ চন্দ্র পাল, প্রফেসর গণেশ মন্ডল, স্কুল শিক্ষক দীপক মন্ডল, জগদীশ চন্দ্র মন্ডল, সমাজ সেবক আবুল মোল্লা, সাংবাদিক আমিন মোল্লা প্রমূখ।