জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের নববর্ষ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিকেল প্রায় ৬টার উপস্থিত হন। এদিকে নববর্ষ অনুষ্ঠানে খালেদা জিয়া উপস্থিত হচ্ছেন এই খবর পেয়ে দলের নেতাকর্মীরা ভিড় করতে শুরু করে।
তিনি প্রায় দেড় ঘণ্টা সেখানে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর রাত সাড়ে সাতটায় নয়াপল্টন ত্যাগ করেন।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন ও মঈন খান। এছাড়া সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, খায়রুল কবির খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন।
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে সামনে এই নববর্ষ অনুষ্ঠানের আয়োজন করে জাসাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস সভাপতি এমএ মালিক।