অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ, অধ্যাপক-প্রভাষক মিলনায়তন ও ক্লাশরুমে তালা দিয়েছে।
শিক্ষার্থীসূত্রে জানা গেছে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে এইচএসসি ফরম ফিলাপে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে ৩-৪ গুণ অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করলেও পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা কম নেবার ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন কোন ব্যবস্থা নেননি। বার বার বলার পরেও কোন প্রতিকার না হওয়ায় বুধবার বেলা ১২টায় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ, অধ্যাপক-প্রভাষক মিলনায়তন, শিক্ষার্থীদের ক্লাশরুম তালাবদ্ধ করে দেয়। রুমে ঢুকতে না পেরে অধ্যাপক, প্রভাষক ও সাধারণ শিক্ষার্থীরা কলেজ মাঠসহ বিভিন্নস্থানে অবস্থান করেছেন। ফরম পূরণে টাকা ধার্য করার ব্যাপারে গভর্নিং কমিটির সকল সদস্যদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা থাকলেও অধ্যক্ষ তা করেননি। অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে ওই কলেজের গভর্নিং কমিটির একাধিক সদস্য কিছুই জানেন না বলে জানা গেছে। এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন জানান, কলেজে তালা দেবার ব্যাপারে কিছু জানিনা। আমি এই মূহুর্তে হাসানাত ভাইয়ের সাথে একটি মিটিং-এ রয়েছি।