জি নিউজ ঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়টি মহাজোট সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্রহন করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেকাংশে কমে গেছে। আর এ কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ ও অভিজ্ঞতা বিভিন্ন দেশের নারী ও শিশু স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।