জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামী ৫ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই এবং বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় বলে সাফ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকালবুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, সংলাপের কথা বিদেশীরা বলছেন। এটা আমাদের কথা নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের মেয়াদ ৫বছর। তার আগে কোনো নির্বাচনের সম্ভাবনা আমি দেখছি না। এই সরকারের ওপর কোনো বিদেশী ‘চাপ’ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশী রাষ্ট্রদূতরা সমর্থন ও অভিন্দন জানাচ্ছেন। বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছে। আগামী ৫ বছরও কোনো চাপের মধ্যে থাকব না। একটি সরকার পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয় উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এই সরকারও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী পাঁচ বছর ঘোষিত কার্যকলাপ চালিয়ে যাব।এছাড়া বাণিজ্যমন্ত্রী বলেন, উইলিয়াম হানা তাঁকে বলেছেন যে, এবার তো সংলাপের আয়োজন হতেই পারে। আমি তাঁকে বলেছি সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তাঃ- ২৩ জানুয়ারি ২০১৪।