স্টাফ রিপোর্টার,জি নিউজঃ– ঢাকা ,আপিলের রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাময়াতে ইসলামীকে অবৈধ বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে একটি হোটেলে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এ প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। রফিকুল ইসলাম বলেন, ‘একটি বিভক্তি রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে, মামলায় জটিলতা দেখা দিয়েছে বলেই একটি সার্টিফিকেট দিয়েছে যাতে আপিল করতে পারে। এই ব্যাপারে সংবিধানে জটিল প্রশ্ন রয়েছে।’ ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, সবকিছু আদালতে সমাধান করা যায় না, রাজনৈতিকভাবে নিষ্পত্তি করতে হয়।