জি নিউজ ঃ-জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এতোদিন আমার কউ খোঁজ নেয়নি কেউ পাত্তা দেইনি আমাকে। তবে এখন কেন আমাকে দরকার পড়েছে। এখন আমার দল শক্তিশালী হয়েছে। গতমঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে প্রাক্তন জাতীয় ছাত্র সমাজের পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামীতে নৌকা কিংবা ধানের শীষ নয় জয় হবে লাঙ্গলের। এতোদিন কৌশলগত কারণে আমরা মহাজোটের সঙ্গে ছিলাম। এখন আমাদের সময় এসেছে এককভাবে নির্বাচন করার। যেকোনো সময় মহাজোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়া হবে। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন আর দুই দলকে চায় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। ক্ষুধা, তৃষ্ণা মানি না, ঝড় ঝঞ্চা মানি না। আমাদের সামনে একটাই লক্ষ্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ও জনগণের সেবা করা। উই হ্যাভ গো টু পাওয়ার এন্ড চেঞ্জ কান্ট্রি। এজন্য নেতাকর্মীদের আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নেয়ার আহবান তিনি। শাহবাগের গণজাগরণ মঞ্চের সমালোচনা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীকে বার বার বলেছি এসব বন্ধ করুন। তিনি করেননি। শাহবাগের আন্দোলনকারীরা দেশকে দুই ভাগ করেছে। আস্তিক-নাস্তিক সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ভুল করেছে তাই মাসুল দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় পার্টি একাই নির্বাচন করে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে পার্টির মহাসচিব এ বিএম রুহুল আমিন হাওলাদার বলেন, অনেক কষ্টের সময় আমরা পার করেছি। যখন যে পেরেছে আমাদের সাঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমরা আর কারো সঙ্গে নয় এককভাবে নির্বাচন করতে চাই। হিসেব করলে দেখা যায় স্বাধীনতার ৪২ বছরে এরশাদের শাসনামলের চেয়ে বেশি উন্নয়ন আর কোনো সরকারের সময় হয়নি। এ সময় প্রাক্তন ছাত্র সমাজের সভাপতি এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন, কাজী জাফর আহমেদ প্রমুখ।