জি নিউজঃ-ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি’র শাশুড়ি আঞ্জুমান-আরা বেগম(৭৩) বার্ধক্যজনিত রোগে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সোমবার বিকেলে আঞ্জুমান আরা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এ্যাপোলো হাসপাতালে যান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আঞ্জুমান-আরা বেগম তার স্বামী মুগিজ উদ্দিন আহমেদ, দুই ছেলে, তিন মেয়ে ও বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এমপি তাপসের শাশুড়ির ইন্তেকাল
Share This