জি নিউজ ঃ- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ কে এম নাসিম ওসমান (৬০)মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিল্লির একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। এছাড়া তিনি আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বড় ভাই। জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মারা গেছেন তিনি। নাসিম ওসমানের এপিএস গোলাম মর্তুজা আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ।